আজকের প্রভাত প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান।
২৫ বছরের বহুমুখি ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ নাবিল মুস্তাফিজুর রহমান ইউসিবিতে যোগদানের আগে ট্রান্সবাংলা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার পদে দায়িত্ব পালন করেন।
নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্স মেজর নিয়ে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি হংকংয়ে তার পেশাগত জীবন শুরু করেন।
কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, এসসিবি, এইচএসবিসি, এবি ব্যাংক, আইপিডিসি, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েয, এএনজেড গ্রিন্ডলেজ ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেন।