আজকের প্রভাত ডেস্ক
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়াকে ঘিরে চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ।
এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, আইনজীবী হত্যার ঘটনায় তিনটি মামলায় ৭১ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু চট্টগ্রাম না এ ধরনের ঘটনার বিষয়ে সারা দেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালত ইসকন নিষিদ্ধ বা এ সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেননি।
হাইকোর্ট মন্তব্য করেছে, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে, তাতে আমরা সন্তুষ্ট। এটা রাষ্ট্রের দায়িত্ব। তারা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আদালতের আর কিছু করার নেই।
এর আগে গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন তিনি।
মনিরুজ্জামান ইসকনকে নিষিদ্ধ চেয়ে স্বতঃপ্রণোদিত আদেশ চাইলে আদালত তাকে বলেন, বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে তার দুশ্চিন্তার কোনো কারণ নেই।