বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

ইসি থেকে নামানো হলো মুজিবের ছবি

admin
নভেম্বর ২৪, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনের সম্মেলন কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে এ ঘটনা ঘটে।
এর আগে রোববার শপথ নিয়ে বিকাল প্রায় ৩ টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার নির্বাচন কমিশনার। এসময় ইসি কর্মকর্তারা নির্বাচন কমিশনারদের ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনে প্রবেশের এক ঘণ্টারও বেশি সময় পর ইসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। কিন্তু সংবাদ সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীর।


জানা যায়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সাড়ে তিনটায় শুরু হবার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়। বিকাল ৪টার পরপরই কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে ৪টা ১৫ মিনিটের পর সংবাদ সম্মেলন শুরু হয়।
এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।
প্রসঙ্গত, ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।