আজকের প্রভাত প্রতিবেদক : আমরা হোল্ডিংস লিমিটেডের উই স্মার্টফোন এবং পাঠাও-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি গুলশানে পাঠাও’র কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় পাঠাও-এর রাইডার ও ক্যাপ্টেনরা উচ্চ মানের হ্যান্ডসেটগুলো কেনার ক্ষেত্রে আকর্ষণীয় অফার পাবেন।
অনুষ্ঠানে উই-এর পক্ষ থেকে অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার এ এম এহসান-উল-হক ও পাঠাও-এর পক্ষ থেকে রাইডস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার আহমেদ হাশেমী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাও’র বিজনেস ডেভলপমেন্ট জামিউল ইসলাম রাহাত, আমরা ডিজিএম-ব্রান্ড এবং কমিউনিকেশন এর মুনতাসির আহমেদ, পাঠাও’র এক্সিকিউটিভ বিজনেস ডেভলপমেন্ট ওয়াহিদুল ইসলাম, আমরা টেকনোলজিসের হেড অফ কর্পোরেট অ্যান্ড আইওটি কাজী সোহেল শরীফসহ প্রমুখ।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।