ঢাকা, (২৩ অক্টোবর ২০২৪):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত Abdullah Ali Khaseif Alhmoudi সৌজন্য স্বাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যেসব জায়গায় পুনর্গঠন ও সংস্কার করা প্রয়োজন তা নিরূপণ করে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন,দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এজন্য আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।