বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় ৩ জনের শপথ

Omar Faruk
নভেম্বর ১০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

 

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আজ সন্ধ্যায় আরও ৩ জন উপদেষ্টা শপথ নিবেন।

নির্মাতা ফারুকীসহ উপদেষ্টা পরিষদে স্থান পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরো বড় হচ্ছে। চলচ্চিত্র নির্মাতা ও মোস্তফা সারোয়ার ফারুকীসহ নতুন করে যুক্ত হচ্ছেন ৩ জন। আজই বঙ্গভবনে শপথ নেবেন তারা।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের তিনটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।

একনজরে দেখে নিন উপদেষ্টা পরিষদে নতুন করে স্থান পেলেন যারা-১. মোস্তফা সারোয়ার ফারুকী, চলচ্চিত্র নির্মাতা ২. মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, বৈষম্য বিরোধী আন্দোলন৩. শেখ বশির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আকিজ-বশির গ্রুপ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।