কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত। রবিবার (১৩ মে) সকালের দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার অর্জুনডারা ব্রিজের নিকটে থ্রি হুইলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে জাহেদুল হক মিলু, রিয়াজুল,রহিম বকস,জমিলা,আব্দুল হামিদ আহত হন।
আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে জাহেদুল হকের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
জানা যায়, উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে অর্জুনডারা ব্রিজের নিকটে থ্রি হুইলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।