বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে জনসমাগমের চেষ্টা

admin
নভেম্বর ২৫, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
এক লাখ টাকা করে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে প্রলোভনে পড়া সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন।
সোমবার সকালে অনেকেই শাহবাগে এসে জড়ো হন। সেখানে কেন এসেছেন গণমাধ্যমকর্মীরা তাদের কাছে জানতে চান। তবে তাদের বেশির ভাগই জানেন না, শাহবাগে ঠিক কী হবে। তারা বলেন, ‘তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে এজন্যই তারা সেখানে এসেছেন।’
সেখানে আসা লোকজন জনায়, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে।
তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেয়া হয়েছে বলেও কেউ কেউ জানিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে বলেন, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করতে অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেয়া হয়নি। যারা এই সমাবেশে আসবেন, তাদের এক লাখ টাকা ঋণ দেয়া হবে বলে প্রলোভন দেয় সংগঠনটি।’

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।