রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক, ১৪৩১

একমঞ্চ আ.লীগ-বিএনপি

editor
ডিসেম্বর ১৯, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: এলাকার উন্নয়নের স্বার্থে একই মঞ্চে বক্তব্য রাখলেন সরকার দলীয় এমপি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিএনপি নেতা ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নান। মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী এলাকায় একটি আরসিসি রাস্তার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে মানুষের সুবিধার ক্ষেত্রে যে যেই দলই করুক না কেন, সেই ভালো কাজ-জনস্বার্থের কাজগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়। সেখানে পরস্পর পরস্পরকে সহযোগিতা করা। যে, যে দল করি না কেন তার একটা সদিচ্ছা থাকে যে জনগণের কল্যাণ হোক।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা গাজীপুর সিটি মেয়র বলেন, এই ডিসেম্বর মাস পার হলে আমি দুই বছর দায়িত্ব পালন করলাম। তিন বছরই আমি দায়িত্ব পালন করতে পারি নাই। কেন পারি নাই, তা আপনারা জানেন। ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলে আপনাদের চাওয়া পাওয়া ও প্রত্যাশা এবং আমার স্বপ্নগুলো পূরন করার চেষ্টা করবো।
গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে এম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, আব্দুর রহমান মাস্টার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন, সংরক্ষিত কাউন্সিলর শাহনাজ পারভীন, বিএনপি নেতা খায়রুল আলম খোকন, জহির রায়হান, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন ছাত্রদল নেতা বাবুল হোসেন প্রমুখ।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial