আজকের প্রভাত ডেস্ক
বর্তমানে স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এখন দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা করার সময় এসেছে।’
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে ‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
শফিকুল আলম বলেন, ‘এমন বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে কেউ দালালি করবে না। নতুন বাংলাদেশে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা করতে হবে। সরকারের বিরুদ্ধে বলা যাবে। প্রমাণসহ যাকে ইচ্ছা সমালোচনা করা যাবে। স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে প্রতিটা সরকারকেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে।’
স্বাধীন সাংবাদিকতার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব।
আওয়ামী লীগ সরকারের সময় যে সাংবাদিকতা হয়েছে, তার ওপর গবেষণা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গবেষণা সরকারি উদ্যোগে হলে ধরা হবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। তাই বেসরকারি উদ্যোগে করতে হবে।’
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাড়াও গত ১৫ বছরে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকদের একটি দল নিজেদের সুবিধার আশায় দালালি করেছে। তারা স্বৈরাচারকে স্থায়ী করতে, বৈধতা দিতে নানা বয়ান তৈরি করে মানুষকে হয়রানি ও অধিকার হরণ করেছে।’
‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ প্ল্যাটফর্মের আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদিন শিশির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল আলম ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম প্রমুখ বক্তব্য রাখেন।