রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৬জন নৌশ্রমিকের পরিবারকে ৩০ লক্ষ টাকা প্রদান: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Omar Faruk
মার্চ ৪, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৬জন নৌশ্রমিকের পরিবারকে ৩০ লক্ষ টাকা প্রদান: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে গত ২৩-১২-২০২৪ তারিখে এম ভি আল-বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৬জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ মঙ্গলবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের হাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লক্ষ টাকা এবং নৌপরিবহন উপদেষ্টার বিশেষ উদ্যোগে নৌপরিবহন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।