বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

কঠিন সময়ে পাশে ছিল যারা

admin
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে কাজ করছেন। এ মুহূর্তে তিনি সাফল্যের শিখরে অবস্থান করছেন। তিনি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। বলিউড ছেড়েছেন প্রায় বছর দশেক হলো। এখন তার কর্মভূমি হলিউড। সেখানে পায়ের নিচে শক্ত ঘাঁটি গেড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী।
২০১৩ সালে বাবাকে হারান প্রিয়াংকা চোপড়া। তার বাবা ক্যানসারে আক্রান্ত হন। বাবার অনুপস্থিতি এখনো অনুভব করেন অভিনেত্রী। বাবার সঙ্গে প্রিয়াংকা চোপড়ার গভীর সম্পর্ক সবসময়েই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তার স্মৃতিতে প্রিয়াংকা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। এই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়াংকার মা মধু চোপড়া।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অশোককে আমেরিকার বস্টনে যেতে হতো। চিকিৎসকরা জানিয়ে দেন, সেরে ওঠার সুযোগ কম। কিন্তু সেই সময়ে বিমানে যাত্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তখন চোপড়া পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা হৃত্বিক রোশন ও তার বাবা রাকেশ রোশন।
মধু চোপড়া বলেন, সেই সময় প্রিয়াংকা হৃত্বিকের সঙ্গে ‘কৃশ’ ছবিটির শুটিং করছিলেন। প্রিয়াংকা খুবই টেনশনে ছিলেন তখন। তিনি বলেন, হৃত্বিক ওকে জিজ্ঞাসা করেন— তুমি কাঁদছ কেন? যাবতীয় বিষয় জানতে পেরে হৃত্বিক ও রাকেশ এগিয়ে আসেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।