নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে ভোট নেওয়ার জন্য কথামালার চাতুরি ছাড়া বিএনপির আর কোনও পুঁজি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম’ অনুষ্ঠানের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন,‘তারা শুধু ঘরে বসে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়।’
বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়। কিন্তু তাদের কথা ও কাজে কোনও মিল নেই।’
এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,‘দল ভারি করতে খারাপ লোককে দলে ভেড়াবেন না। কোনও বিতর্কিত ব্যক্তিকে দলের সদস্য করবেন না। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নেতাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তবে কর্মীদের মধ্যে কিভাবে থাকবে?’ অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ‘যারা জনগণের কাছে চিহ্নিত সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি তারা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে গণঅভ্যুত্থান এখন জাদুঘরে।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে নারী ভোটার ও তরুণ ভোটার শেখ হাসিনার প্রধান হাতিয়ার। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। তাই মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে।’