বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

কমনওয়েলথের সহকারী মহাসচিব নতুন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Omar Faruk
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪:

সমাজ কল্যাণ এবং মহিলা ও  শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  এর সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে  কমনওয়েলথের সহকারী মহাসচিব  প্রফেসর লুইস ফ্রান্সেচি এর নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে ডঃ মুহাম্মদ ইউনুসে নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনমানুষে জেগেছে বৈষম্যহীন মুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন। কমনওয়েলথের সহকারী মহাসচিব বলেন আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি।

সৌজন্য সাক্ষাৎকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।