৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬
কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করবেন না। সামান্য কিছু অসৎ টাকার জন্য সেবা নিতে আসা মানুষদের হয়রানি করে কষ্ট দিবেনা। আপনার দায়িত্ব সেবাগ্রহীতাকে সেবা দেওয়া জরুরী সেবা মূলক কাজ।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবন মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রশাসক নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাদের আমি এমন কথা বলছি না, কারণ আপনারা অনেকেই ভালো কর্মকর্তা। সেবা নিতে আসা ১০০ জনের মধ্যে পাঁচজন বা দুইজনকেও যদি হয়রানি করান তাহলে এই দোষ আমাদের সবার ওপর পড়ে, বদনাম হয়। তাই সবাইকে অনুরোধ করবো আমরা নিজেদের জায়গা থেকে সৎ থাকবো, নিজেদের ভাবমূর্তি খারাপ করবো না। যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে মানুষকে সেবা দিতে পারি।