বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

কর্মকর্তাদের হুঁশিয়ারি-জন্ম নিবন্ধন সেবায় সাধারণ মানুষকে হয়রানি শিকার না হতে হয়

Omar Faruk
ডিসেম্বর ৮, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬

কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করবেন না। সামান্য কিছু অসৎ টাকার জন্য সেবা নিতে আসা মানুষদের হয়রানি করে কষ্ট দিবেনা। আপনার দায়িত্ব সেবাগ্রহীতাকে সেবা দেওয়া জরুরী সেবা মূলক কাজ।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবন মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাদের আমি এমন কথা বলছি না, কারণ আপনারা অনেকেই ভালো কর্মকর্তা। সেবা নিতে আসা ১০০ জনের মধ্যে পাঁচজন বা দুইজনকেও যদি হয়রানি করান তাহলে এই দোষ আমাদের সবার ওপর পড়ে, বদনাম হয়। তাই সবাইকে অনুরোধ করবো আমরা নিজেদের জায়গা থেকে সৎ থাকবো, নিজেদের ভাবমূর্তি খারাপ করবো না। যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে মানুষকে সেবা দিতে পারি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।