শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

কিওয়ে মোটরসাইকেল পাওয়া যাবে বিক্রয় ডট কমে

editor
ডিসেম্বর ২১, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়, কিওয়ে-এর লেটেস্ট মোটরসাইকেল এবং এর যন্ত্রাংশ বিক্রয় ডটকম-এর অনলাইনে নিশ্চিত করতে দেশের জনপ্রিয় ব্র্যান্ড কিওয়ে মোটরসাইকেল-এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহষ্পতিবার দুপুরে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
গ্রাহকরা বিক্রয় থেকে কিওয়ে মোটরসাইকেল কিনে পাবেন এক্সক্লুসিভ হেলমেট এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার। গ্রাহকরা Bikroy.com/Bikroy-Deals থেকে ০% ইন্টারেস্টে অ্যামেক্স, ইউসিবি, ইবিএল, ব্র্র্যাক, এসসিবি, লংকাবাংলা, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন অথবা ছয় মাসের সহজ কিস্তিতে কিওয়ে ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকরা বিক্রয়-এ কিওয়ে মোটরসাইকেল যন্ত্রাংশসমূহ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ, স্পিডোজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মেহেদিউর রহমান পাইকার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামান সওয়াদ খান।
এ বিষয়ে বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ বলেন, বিক্রয়-এ আমরা গ্রাহকদের জন্য সবসময় নতুন উদ্ভাবনী সুবিধাসমূহ নিয়ে আসার চেষ্টা করি। বিক্রয় আগ্রহী ক্রেতাদের সরবরাহ করে যানবাহন ইন্ডাস্ট্রির উন্নতিতে সহায়তা করে এবং যখন আমরা ক্রেতাদেরকে ইন্ডাস্ট্রিতে সংযুক্ত করছি তখন ক্রেতাদেরও তাদের ক্রয়ের সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করি। সকল সহযোগী স্টেকহোল্ডারদের ক্ষমতায়ন করতে কিওয়ে-এর সাথে আমাদের এই চুক্তি আরেকটি পদক্ষেপ।
স্পিডোজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মেহেদিউর রহমান পাইকার বলেন, আমরা বিভিন্ন ধরনের মানসম্পন্ন মোটরসাইকেল নিয়ে আসছি যা প্রত্যেকের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিক্রয় একটি যথার্থ প্ল্যাটফর্ম যেখানে আমরা ব্যক্তি ও ব্যবসা উভয়কেই সেবা দিতে পারি। বিক্রয়-এর মাধ্যমে আমরা ইতোমধ্যেই ভালো সাড়া পেয়েছি। তাই, দৃঢ় আত্মবিশ্বাসের সাথে আমরা বিক্রয়-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আশা করি, তারা আমাদের ব্যবসা বৃদ্ধি ও উন্নতিতে সহযোগিতা করবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial