রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে মায়ের বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ

editor
মার্চ ১৩, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে তিন বছর বয়সী কন্যা সন্তান চুরির অভিযোগ উঠেছে সন্তানের আপন মায়ের বিরুদ্ধে ।
বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ৩ টার দিকে পৌর সভার তেবাড়িয়া শাহিন মোড় এলাকার তোজাম বিশ্বাসের তিন বছর বয়সী কন্যা ফারিয়াকে চুরির অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী অন্তরার বিরুদ্ধে।
জানা যায়, ৪ বছর আগে তোজাম বিশ্বাস ও অন্তরা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে এবং গত ৬ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অন্তরা খাতুন তার কন্যা সন্তানকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বাংলাদেশ মহিলা পরিষদ উপজেলা শাখার সদস্যদের মতামত অনুযায়ী তোজাম বিশ্বাস সন্তানকে তার নিজের কাছে রেখে লালন-পালন করছিলেন। এরপর গতকাল বুধবার দুপুর সাড়ে তিনটার সময় তার কন্যা সন্তান ফারিয়া খাতুন বাড়ির পাশে রাস্তার ওপর খেলাধুলা করছিলো এবং সে সময় অন্তরা খাতুন জোর করে তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান পাওয়া যায় না। এরপর সন্ধ্যায় অন্তরার খালা তোজামকে ফোন দিয়ে কন্যা সন্তান নিয়ে যাওয়ার ব্যাপারে জানায়। এব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন তোজাম বিশ্বাস।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান শেখ জানান, কন্যা সন্তান চুরির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।