শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ট্রেনের নিচে ইজিবাইক: নিহত বেড়ে ৭

Omar Faruk
নভেম্বর ২৬, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি:

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ইজিবাইকে থাকা সাত যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন নারী; ইজিবাইক চালকসহ বাকি তিনজন পুরুষ। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- উপজেলার বাকশিমূল গ্রামের তৈয়ব আলীর ছেলে ইজিবাইক চালক সাজু মিয়া (৩৮), মৃত মুনসুর আলীর ছেলে আলী আহমেদ (৮০), মৃত আবদুল খালেকের স্ত্রী লুৎফা বেগম (৫৫), মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার শানু (৩৫), আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম (৬৫), পাশের খোদাইধুলি গ্রামের প্রয়াত আছমত আলীর ছেলে রফিস মিয়া (৬০) এবং প্রয়াত ফজলু মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগম (৬৫)।

যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই লেভেল ক্রসিংটি অবৈধ। চালকের অসাবধানতার কারণে এতোগুলো প্রাণ গেছে দাবি করে কুমিল্লা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই মোস্তফা কামাল জানান, ইজিবাইকে করে সবাই বাকশিমূল গ্রাম থেকে পাশের গাজিপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের সামনে হঠাৎ চলে আসায় যাত্রীবাহী ইজিবাইকটি ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রথমে পাঁচজন এবং পরে আরও দুইজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, আমরা সবার খোঁজ-খবর রাখছি।

এ ঘটনায় পূর্বাঞ্চলীয় রেলওয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুর্ঘটনার পরপরই পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে কুমিল্লার সিনিয়র নির্বাহী প্রকৌশলীকে। আর বাকি তিন সদস্য হলেন পূর্বাঞ্চলীয় রেলওয়ের। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে দুর্ঘটনার পেছনের কারণ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial