কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের গরীব-দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (৩ মে) সকালের দিকে গরীব-দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই সপ্তাহ ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হাসান লোবান,জেলা পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন মাষ্টার,মুক্তিযোদ্ধা আব্দুল হক,কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম প্রমুখ। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৩৫জন গরীব-দুঃস্থ মহিলা সেলাই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।