কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার। শনিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের আইডিয়াল ক্লিনিকের সামনের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,সকালে ওই পৌরসভার ড্রেনের পানিতে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজার রহমান জানান-নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।