আজকের প্রভাত ডেস্ক : ক্রিকেট লিমেটেড এডিশনে এলো অপোর ফ্লাগশিপ ফোন এফ সেভেন। অপো এফ সেভেনের বৈশিষ্ট হচ্ছে এতে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সোমবার লিমিটেড এডিশনের অপো এফ সেভেন ভারতের বাজারে অবমুক্ত হয়েছে। ক্রিকেট এডিশনের এই ফোনটি ভারতের বিক্রি হচ্ছে ২১ হাজার ৯৯০ রুপিতে।
‘ক্রিকেট লিমিটেড এডিশনে’র অপো এফ সেভেন পাওয়া যাচ্ছে ডায়মন্ড ব্ল্যাক কালারে। এটি বিক্রি হচ্ছে ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে।
৪ জিবি র্যামের এই ফোনটিতে রয়েছে ৬.৩৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় রয়েছে সনির আইএমএক্স সেন্সর। ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবির।
অপো এফ সেভেন পরিচালনার জন্য রয়েছে ৬৪ বিটের মিডিয়াটেক হেলিও পি৬০ অক্টাকোর চিপসেট। অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে অপোর নিজস্ব ইউজার ইন্টারফেস কালার ওএস ৫.০ রয়েছে।
ফেসিয়াল রিকগনিশন সমৃদ্ধ ফোনটিতে এআই বিউটি ২.০ অ্যাপ ব্যবহার করা হয়েছে।