ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মের্সাস খোকন ট্রেডিং এজেন্সী ও উদয়ন বিল্ডার্স এর পৃষ্ঠপোষকতায় বুধবার বিকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে খোকন-উদয়ন বিল্ডার্স বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) ২০১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড: শ্রী বীরেন শিকদার এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।
পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-১২ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০৩ গোলে এগিয়ে ছিল।
বর্ডার গার্ড বাংলাদেশ ৩৯-১৬ গোলে কোয়ান্টামকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-০৯ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশ আনসার ৪০-২৪ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৯-১১ গোলে এগিয়ে ছিল।
মহিলা বিভাগে বিকাল ৩:৩০টায় উদ্বোধনী খেলায় বাংলাদেশ আনসার ৩০-১২ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৫ গোলে এগিয়ে ছিল।
বি,জে,এম,সি ৩৪-০৯ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০৪ গোলে এগিয়ে ছিল।