শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটিতে বিএনপির প্রার্থীকে জামায়াতের সমর্থন

editor
এপ্রিল ২২, ২০১৮ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদের ব্যানারে মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এসএম সানাউল্লাহ আজ রোববার সকালে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে সমর্থন জানান।
এ ছাড়া আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে একই দিন সকালে সমর্থন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধারা।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, কাল ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এর আগের দিন রোববার সকালে এসএম সানাউল্লাহ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো আটে।
জামায়াতের গাজীপুর মহানগর কমিটির সেক্রেটারি মো. খায়রুল হাসান জানান, তাঁর আমির এসএম সানাউল্লাহ আজ সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা বরাবার লিখিত আবেদনের মাধ্যমে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে বেলা ১১টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে সমর্থন জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলাম নির্বাচনমুখী একটি দল। কিন্তু আমরা যাতে নির্বাচনে যেতে না পারি সেজন্য আদালতের মাধ্যমে জামায়াতের নিবন্ধনকে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আমরা বাধ্য হয়ে গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদের নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে দলের হাইকমান্ডের নির্দেশে আবার তা প্রত্যাহার করা হয়েছে।’
এ সময় এস এম সানাউল্লাহ বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের হাতে একগুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে তাঁকে (হাসান সরকারকে) সমর্থন দেন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না।’ এ সময় তিনি দলীয় নেতার্কীদের সব ষড়যন্ত্র ও ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে সর্বশক্তি দিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হওয়ার অনুরোধ জানান।
এসএম সানাউল্লাহর সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল আনাম, নায়েবে আমির মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি মো. আফজাল হোসাই, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল আলম সিফাতসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতারা।
এ সময় সেখানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন প্রমুখ।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম রোববার বেলা সাড়ে ১১টায় ছয়দানা নিজ বাসস্থানে গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আওয়ামী সমর্থিত নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মোহর আলীর সভাপতিত্বে মহানগরের ৫৭ ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, এমদাদ হোসেন, আব্দুল হামিদ, মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, মো. হাতেম আলী, মো. মোজাফফর প্রমুখ বক্তব্য দেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial