রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

ঘরের শান্তি কেড়ে নিয়েছে দ্রব্যমূল্য : ফখরুল

editor
জুন ৩, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: দ্রব্যমূল্য সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের নিত্যপণ্যের দাম সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের পণ্যের দাম অন্য দেশের চেয়ে বেশি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে দানবের মতো শাসন করে সরকার শুধু রাজনীতিই ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। জিনিসপত্রের দাম কেমন লাগে বলেন? ঘরে শান্তি আছে? নাই।”
গ্যাস, বিদ্যুৎ, সবজি, চালসহ অন্য নিত্যপণ্যের দাম অবিশ্বাস্য রকম বেড়েছে অভিযোগি করে তিনি বলেন, “শিশুদের ঠিক মতো ডিম-দুধ খাওয়ানো যায় না। গরুর মাংস ৮০০ টাকা, লাউয়ের দাম ১২০ টাকা; এই তো অবস্থা।”
এসময় সিপিডির এক গবেষণার তথ্য তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সেখানে বলা হয়েছে, জিনিসপত্রের দাম এত বেড়েছে যে ধনীদের কাছেও সেটাও কঠিন মনে হয়। মানুষ গরুর মাংস কেনে না, ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না। এমনকি ভালো সবজিও অনেকে কিনতে পারেন না দামের কারণে।
সয়াবিনও পাম অয়েলের দাম ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে বেশি উল্লেখ করে তিনি বলেন, “আমরা এক কঠিন সময় পার করছি। এই সময়টা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। যারা গত ১৫ বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশ, বিজিবি, প্রশাসনসহ অন্যান্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে।”
এসময় মহিলা দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবাইকে বলেন, চুপ করে থাকা যাবে না। সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু বিএনপির দায়িত্ব না, মানুষকে তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে।”
নিজেদের মধ্যে ছোট-খাটো ভুল-ত্রুটি দূর করে সবাই মিলে এক সঙ্গে জোট বেঁধে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে আহ্বান জানান মির্জা ফখরুল।
নির্বাচন প্রসঙ্গ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এই সরকার তার অধীনে তিনটা নির্বাচন পার করেছে। এই তিনটাই হয়েছে প্রহসনের নির্বাচন।
“রবিবার প্রধান নির্বাচন কমিশন বলছেন যে, এভাবে রৈবী রাজনৈতিক পরিবেশে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে কোনও দলই নির্বাচনে আসে না। ৬৩টা রাজনৈতিক দল নির্বাচন যায়নি। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? সেকারণে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে।”
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে নিজের মত প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমি বার বার বলি, তাদেরকে বলছি, সাহস থাকলে আসুন। নির্বাচন করুন যেখানে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, তখন কার কত জনপ্রিয়তা সেটা বোঝা যাবে।”
বেনজীর: নজিরবিহীন দুর্নীতি: সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনেও কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “বেনজীর প্রসঙ্গে বলা হচ্ছে তিনি নজিরবিহীন দুর্নীতি করেছেন। একই সঙ্গে সাবেক সেনাপ্রধানকে স্যানশংন দিয়ে দিয়েছে আমেরিকা।
“এখন সেনাবাহিনীর অবস্থা কী? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সন্মান-ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেওয়া হয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধান ও র‌্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে?”
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহিদা রফিকসহ অন্যরা।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।