সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস

editor
নভেম্বর ১৯, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে কলকাতায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গেল বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। আঘাত পান পা, কোমর ও শরীরের বেশ কিছু অংশে। সিজার করা স্থানে রক্তপাতও হয়েছে।
বাধ্য হয়েই শুক্রবার সকালে কলকাতায় নিজের ব্যক্তিগত ডাক্তার দেখাতে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন না কেউই। ছেলে আব্রাম খান জয়কে রেখে গেছেন বাড়িতেই। ছেলেকে বাসায় একা রেখে গেছেন অপু এই খবর শুনে ছেলেকে নিজের কাছে আনতে ছুটে যান স্বামী শাকিব খান। সেখানে গিয়ে তিনি বাসা তালাবন্ধ পান। তাই দেখে নিকেতনের স্থানীয় হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি।
এরপর বেশ কিছু গণমাধ্যমে শাকিব ছেলেকে তালাবন্দী করে রাখার অভিযোগ করেন অপুর বিরুদ্ধে। স্ত্রীকে অসেচতন মা বলেও দাবি করেন তিনি। কলকাতা থেকে ম্যাসেঞ্জারে আলাপকালে শাকিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অপু বিশ্বাস।
নতুন খবর হলো এই নায়িকা চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। গতকাল রাত ১০টার পর ঢাকায় পা রাখেন তিনি। এখন অবস্থা কিছুটা স্থিতিশীল দাবি করে অপু জানান, ‘স্রষ্টার কৃপায় ভালোই আছি। চিকিৎসক ওষুধ দিয়েছেন, বলেছেন ভয়ের কিছু নেই। তবে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। প্রায় মাস দুয়েক আমাকে বিশ্রাম নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ করেই এই দুর্ঘটনার কারণে ‘কাঙাল’ ছবিটি মনে হয় করা হবে না আমার। আর ‘কানাগলি’র শুটিং একটু দেরিতে শুরু হবার কথা থাকলেও সেই সময় পর্যন্ত সেরে উঠতে পারবো কী না তার উপর নির্ভর করছে সবকিছু।’
ছেলেকে তালাবন্দ করে রাখা নিয়ে অপু বলেন, ‘এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। নতুন করে আর কিছু বলতে চাই না। শাকিব খান বাবা হিসেবে যখন খুশি তখন জয়কে দেখতে আসতে পারে। জয়ও খুশি হবে বাবাকে কাছে পেলে।’
প্রসঙ্গত, গেল রোজা ঈদে সর্বশেষ অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত ওই ছবিটিতে অপুর বিপরীতে ছিলেন শাকিব খান ও আনিসুর রহমান মিলন। ছবিটির প্রতিকূল বাজারেও আশা জাগানিয়া ব্যবসা করতে সমর্থ হয়। এরপর অপু ভক্তরা অপেক্ষায় ছিলেন প্রিয় নায়িকা নতুন ছবি নিয়ে শিগগিরই প্রত্যাবর্তন করবেন। সেই ধারাবাহিকতায় ‘কাঙাল’ ও ‘কানাগলি’ নামের দুটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন অপু। কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতায় ভক্তদের অপেক্ষার পালা আরও বেড়ে গেল।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial