কুড়িগ্রাম প্রতিনিধি: চিলমারীতে ডাষ্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার। রবিবার (২৯) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী কলেজ মোড়ে ভূমি অফিসের পিছনে একটি ময়লার গর্ত থেকে গামছা দিয়ে পেচানো অবস্থায় মৃত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়- রবিবার সকালে গামছা দিয়ে পেচানো নবজাতক ওই শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিলমারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে এলাকাবাসীর সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।