মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ, ১৪৩১

‘চেক ডিজঅনার’ মামলায় সাকিবের বিরুদ্ধে সমন

admin
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করে আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন।
সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়।
তিনি বলেন, আজ এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।