রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠল

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
দীর্ঘ ৮ বছর পর পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির। ১৯৯৬ -এর পর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এরপর কেটে গেছে ২৯ বছর। আয়োজিত হয়েছে ৫৬টি আসর। আইসিসির কোনো ইভেন্টই আয়োজন করতে পারেনি দেশটি। আজ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি স্বাগতিক পাকিস্তান। করাচি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও এই ম্যাচে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপরা। সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দু’বার হারিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে স্বাগতিকদের হারিয়েই শিরোপা জেতে মিচেল স্যান্টনাররা।
পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তাইয়্যব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।