শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন, ১৪৩১

জনক্ষোভে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা

admin
অক্টোবর ২৪, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:
সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেনে। পরে আমতলীতে এসে অবস্থান নেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।