বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন পরিবেশ বান্ধব সমাজ গঠন করতে হবে-পরিবেশ উপদেষ্টা

Omar Faruk
অক্টোবর ৩১, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৪:

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন ও পরিবেশ বান্ধব সমাজ গঠন করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার।  জনগণের দাবী যৌক্তিক হলে সরকার মেনে নেয়।  আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করা হচ্ছে।  বিক্ষোভ না করে সবাই মিলে কাজ করতে হবে। ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্যামলী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি-২০২৪ উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা  আরও বলেন, এই সমাজে সকলের সমান অধিকার নিশ্চিত করা হলে সর্বজীবের শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে কেবল বৈষম্য দূর করাই সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, কেননা প্রকৃতি আমাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রয়াসই একটি সুস্থ ও শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সহায়তা করতে পারে।

প্রকৌশলী সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন ডাঃ অসিম কুমার ধর, শ্রী খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার সাংবাদিক ও লেখক শিব শংকর মোদক এবং পরিবেশবিদ মিহির বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।