শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ, ১৪৩১

জাতীয় ঐক্য’র ডাক প্রধান উপদেষ্টার

admin
ডিসেম্বর ৩, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
দেশের বর্তমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’র ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।
প্রেস সচিব বলেন, ‘এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে (প্রধান উপদেষ্টা এর মাধ্যমে) ন্যাশনাল ইউনিটির (জাতীয় ঐক্য) ডাক দেবেন।‘
একই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।