শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগে কেন্দ্রীয় নেতা মোখলেছুরের পদত্যাগ

editor
নভেম্বর ১২, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদ: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান বস্তু দলের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের অভিযোগ তুলে দলের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
মোখলেছুর রহমান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিপক্ষে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছাড়াও এরআগে কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
দলের চেয়ারম্যান বরাবর লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি দেশের স্বার্থ ও গণতান্ত্রিক ভূমিকার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অন্যায়, অগণতান্ত্রিক, একনায়কতন্ত্র কর্মকাণ্ডের প্রতি নীরব সমর্থন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট না হওয়ায় মর্মাহত।‌ বিধায় তিনি বিবেকবোধ থেকে দেশ ও জনগণের স্বার্থে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রেখে জাতীয় পার্টির সকল পদ-পদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
মোখলেছুর রহমান বস্তু বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলমান থাকা অবস্থায় গত ১৪ জুলাই তিনি পদত্যাগপত্রটি জমা দেন। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এটি গ্রহণ করেন।
এর মধ্যদিয়ে জাতীয় পার্টি, অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান।

 

 

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial