আজকের প্রভাত প্রতিবেদক : বন্ধুদের #১ নেটওয়ার্ক, এয়ারটেল, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ইয়োলো ফেস্ট’র আয়োজন করে। এ সময় ক্যাম্পাসজুড়ে গেমস ও মিউজিক জোনগুলোতে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।
ইয়োলো ফেস্ট’র অংশ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও শিরোনামহীন। তাদের জনপ্রিয় সব গানের মূর্চ্ছনায় ব্যাপকভাবে আলোড়িত হন সাত হাজারের বেশি শিক্ষার্থী।
সারাদিন ধরেই শিক্ষার্থীরা এয়ারটেল স্টোর, এয়াটেল দুনিয়া ও এয়ারটেল গেম জোনের তিনটি ভিন্ন ভিন্ন বুথে কুপন ট্যুরের জন্য ভিড় করেন। যার মধ্যে এয়ারটেল স্টোরে বিশেষ অফারে এয়ারটেলের ফোরজি সিম ক্রয়ের সুযোগ ছিলো। অন্যদিকে আইফ্লিক্স, মাইপ্ল্যান ও বিডি অ্যাপস’র প্রদর্শনীতে ভিড় করেন দর্শনার্থীরা।
এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় ফান বুথের গেম জোনে, ভিআর গেম ও বাস্কেটবল গেমসগুলোতে।
আর্টসেল জনপ্রিয় গানের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয় এবং শিরোনামহীন তাদের জনপ্রিয় গান গেয়ে স্টেজ মাতিয়ে তোলে। গানের তালে দর্শক-শ্রোতাদের আনন্দ ইয়োলো ফেস্টে ভিন্ন মাত্রা যোগ করেছিল।