বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

জুরাইনে সড়ক-রেলপথ অবরোধ

admin
নভেম্বর ২২, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে আটকা পড়েছে দুটি ট্রেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
চালকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মাসেতু রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খরব পাওয়া গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।