ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার বিকেলে চূড়ান্তপর্বের ফাইনাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলা অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। সোমবার বিকেলে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক ফারজানা খানম ও কোচ গোলাম রহমান এবং ঠাকুরগাঁও জেলা দলের অধিনায়ক বিথীকা কিসকু ও কোচ জয়নাল আবেদিন। তারা তাদের লক্ষ্যের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কো-স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, মহিলা উইং এর চেয়ারম্যান ও ফিফার নির্বাচিত সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফাইনাল ম্যাচটি হবে ৭০ মিনিটের (৩৫+৩৫ মিনিট)। ১০ মিনিটের বিরতি থাকবে। নির্ধারিত সময়ের খেলা অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া মূলপর্বে অংশ নেওয়া প্রত্যেকটি দল ২০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। জাপান ফুটবল এ্যাসোসিয়েশনে (জেএফএ) আর্থিক সহযোগিতায় এই টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।
প্রথম সেমিফাইনালে খুলনা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে এসেছে ঠাকুরগাঁও জেলা। আর দ্বিতীয় সেমিফাইনালে রংপুর জেলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলার কিশোরীরা। টাঙ্গাইল অবশ্য অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে।