আজকের প্রভাত ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চাই আমরা। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে বলিষ্ঠ গণতান্ত্রিক ধারাকে ফুটিয়ে তোলে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণও তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। একইসঙ্গে তারা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতায় দৃঢ় অভিন্ন প্রতিশ্রুতির প্রতি মুখিয়ে আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।