ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও এর খেলোয়াড় তৈরির কারিগর খোকা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। গত রোববার দিবগত রাত আনুমানিক ১২টায় অসুস্থ্যজনিত কারনে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। জিবদ্দশায় তিনি নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিভিন্ন প্রজন্মের খেলোয়াড় তৈরী করে গেছেন। তার দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত অনেক খেলোয়াড় বর্তমানে বিকেএসপি’সহ রাজধানীর বিভিন্ন ক্লাবে খেলছে। তিনি জেলা ক্রীড়া সংস্থার একজন অন্যতম সদস্য ও নিবেদিত প্রান ছিলেন। তার নামাজে জানাযা গতকাল সোমবার বাদ জোহর জিলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা করা হয়। জানাযায় পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মোঃ রশিদ তার ভাতিজা উজ্জল হোসেন তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জানায়ায় খেলোয়াড়, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেয়। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।