ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে “একই জমিতে বছরে চারটি ফসল বিন্যাস প্রযুক্তির বিস্তার” শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আরডিআরএস’র ব্যবস্থাপনায় সংস্থার ঠাকুরগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন এন্টারপ্রাইজ (পিএসিই) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মশালায় কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ফেডারেশনের সদস্য, কৃষক, সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহন করেন।
কর্মশালায় আরডিআরএস’র রংপুর অঞ্চলের সিনিয়র সমন্বয়কারী (কৃষি ও পরিবেশ) মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াহেদ, অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও উপ-পরিচালক আফতাব হোসেন, পঞ্চগড় উপ-পরিচালক শামছুল হক, দিনাজপুর এডি অফিসের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা শামিম ইকবাল প্রমুখ।
কর্মশালায় বছরে একই জমিতে (আমন-সরিষা-মুগডাল-আউশ) এই চারটি ফসল বিন্যাসের বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৃষকেরা উল্লেখিত ৪টি ফসলের সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। উল্লেখ্য যে, আরডিআরএস ২০০৪ সালে নতুন শস্য বিন্যাস (আউস-আমন-সরিসা-মুগডাল) প্রহুক্তির বিন্যাস উদ্ভাবন করে।