ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ১৮-১৯ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। রোববার বিকেলে সালন্দর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এই বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ৯৫ লাখ ২২ হাজার ৫শ টাকা আয়, ৯২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় এবং ৩ লাখ ৭ হাজার ৫শ টাকা উদ্বৃত্ত ধরা হয়।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. এ. কে এম আজাদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, এলজিইডির ডিষ্ট্রিক ফ্যাসিলেটর কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর প্রমুখ। বাজেট উপস্থাপন করেন সালন্দর ইউপি সচিব আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে ইউপি সদস্য, বিভিন্ন গন্যমান্য পেশাজীবী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।