আজকের প্রভাত প্রতিবেদক : টেলিযোগাযোগ শিল্পে ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চলমান রূপান্তরের অংশ হিসেবে সম্প্রতি ডিস্ট্রিবিউটরদের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। রবি’র বর্তমান বা সম্ভাব্য ডিস্ট্রিবিউটরদের তাদের প্রোফাইল আপডেট বা নিবন্ধন করতে https://www.robi.com.bd/distributor-registration/ সাইটটি ভিজিট করতে হবে।
কোন ডিসট্রিবিউটর প্রয়োজন হলে সাথে সাথে সাইটটিতে তা জানানো হবে এবং ব্যবহার-বান্ধব এই সাইটে সম্ভাব্য ডিস্ট্রিবিউটরা নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে যাবেন। যদি ডিসট্রিউটর হওয়ার সুযোগ নির্দিষ্ট মুহুর্তে নাও থাকে তবু আগ্রহীরা তাদের প্রোফাইল জমা দিয়ে রাখতে পারবেন।
রবি’র বিশ্বাস, সম্প্রতি চালু হওয়া ডিজিটাল ডিস্ট্রিবিউটর নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান ও সম্ভাব্য ডিস্ট্রিবিউটরদের সাথে কোম্পানির আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে। পাশাপাশি দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্কের সহায়তায় বাজারে দৃঢ় অবস্থান তৈরি করবে অপারেটরটি।