ক্রীড়া প্রতিবেদক : আসন্ন ঢাকা প্রিমিয়ার হকি লিগে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে খেলতে ঢাকা এসেছেন মিশর জাতীয় হকি দলের দুই সদস্য আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা এবং আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই।মধ্যমাঠের এই দুই খেলোয়াড় আশরাফ ও মোহসেন সর্বশেষ জুলাই ২০১৭ দক্ষিণ আফ্রিকায় অনুষ্টিত হকি লিগ রাউন্ড তিন পর্বে বিশ্ব হকি র্যাংকিংয়ে বর্তমান ২০ নম্বরে অবস্থানকারী মিশর জাতীয় দলের হয়ে অংশ নিয়েছিলেন। গত সাত বছর ধরে মিশর জাতীয় দলের হয়ে ৫০য়ের অধিক ম্যাচে নিয়মিত অংশ নিয়েছেন তারা। উল্লেখ্য, দেশের হকি ইতিহাসে ঘরোয়া লিগে মিশরের কোন খেলোয়াড় এবারই প্রথম কোন ক্লাব দলের হয়ে অংশ নিচ্ছে। এর আগে চলমান লিগে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে অংশ নিতে নাম লিখেয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ জুলহাইরি বিন হাশিম ও ভারতের প্রামপ্রীত সিং। জানা গেছে,আগামী ১৮ মে দলের সাথে যোগ দেবেন আরও দুইজন জার্মান হকি খেলোয়াড়।