রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ৩১ ডিসেম্বর

editor
ডিসেম্বর ১৫, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতীয় প্রেস ক্লাবে ডিএসইসির নির্বাচন কমিশনের বৈঠকে বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ডিএসইসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুসারে, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা ও খসড়া প্রকাশ, ২২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর মোহসিন আল আব্বাস, ডিএসইসির সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ ও কায়কোবাদ মিলন এবং বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনকে সহায়তা করেন ডিএসইসির সভাপতি কে এম শহীদুল হক, সহ-সভাপতি সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, ডিএসইসির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ডিএসইসির সদস্য হেমায়েত হোসেন ও এনামুল হক।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial