বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

তিতাসের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

editor
মে ৩০, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক: সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে গ্যাস বিল এবং আবেদন ফি সংগ্রহের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি) এবং সোনালী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন অর রশিদ মোল্লা বলেন, গ্রাহকদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে বিল পরিষদ করতে পারবেন। আজ বৃহস্পতিবার প্রধান কার্যালয় সোনালী ব্যাংক পিএসসির সভাকক্ষে এই সেবা কার্যক্রম ও চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশিদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ আরও অনেকেই প্রমুখ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।