রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

Omar Faruk
নভেম্বর ১২, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

তারিখ:  ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪        গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়নগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১১ নভেম্বর ২০২৪ তারিখে ধানমন্ডি, নারায়নগঞ্জ, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি শিল্প ও ৩৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৯৮টি শিল্প, ৫৬টি বাণিজ্যিক ও ৭২১২টি আবাসিকসহ মোট ৭,৩৬৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ২০,৭২৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৫,৩২,৮০৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৫.৫০ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৪৪ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনাদের স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।