বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

Omar Faruk
নভেম্বর ২৭, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে কেরানিগঞ্জ ও নারায়নগঞ্জ-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি শিল্প, ০১টি বাণিজ্যিক ও ২,১৫০টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১৪টি শিল্প, ৬৯টি বাণিজ্যিক ও ১১,৩৫১টি আবাসিকসহ মোট ১১,৫৩৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩০,৫০৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৮৫,৬৩,৬২৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪০.৮৯ লক্ষ টাকা। এখানে উল্লেখ্য যে, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নাম বিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং মোঃ সফিক উল্ল্যাহ (বয়স: ৩৪ বছর) কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৬৪ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনাদের স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।