তারিখ: ঢাকা, সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়নগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে কেরানীগঞ্জ, ফতুলা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ হতে ১০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৯৭টি শিল্প, ৫৬টি বাণিজ্যিক ও ৬৮৫১টি আবাসিকসহ মোট ৭,০০৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ১৯,৫৬৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৩,৩৮,৯৩৭ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৫,০০,০০০ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনাদের স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।