রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

তিতুমীর কলেজের আন্দোলন স্থগিত

admin
নভেম্বর ১৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা; সে বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান।
তিনি জানান, রোববার থেকে বৃহস্পতিবারের একটি কমিটি গঠন হতে পারে।
এর আগে এদিন দুপুরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল।
বৈঠকে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
এদিকে ছাত্রদের পক্ষ থেকে ছিলেন, মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। আজ (মঙ্গলবার) ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলছিল তাদের।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।