শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

তিনদিন পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

admin
নভেম্বর ১১, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
টানা তিনদিন পর গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে করা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। ফলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। রোববার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরেও গাজীপুর নগরীর কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা।
টানা তিন দিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। গণপরিবহণ সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটেই অফিসে রওনা হন।
এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহারের চেষ্টা করে। তবে গাড়ির সংখ্যা বেশি থাকায় অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজট।
টিএনজেড গ্রুপের এই একটি পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দেন তৈরি পোশাক শ্রমিকরা।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial