রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

দারাজে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৫ ধরণের ই-বাইক

Sumon Chowdhury
এপ্রিল ২৬, ২০১৮ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের অনলাইন শপিং মল দারাজ বাংলাদেশ-এর স্পোর্টস ও ট্রাভেল ক্যাটাগোরিতে এবার যোগ হল ৫ ধরণের ই-বাইক্। এখন শাওমি, এক্সপ্লয়ট, গ্রিন টাইগার এবং ডিওয়াইইউ ব্র্যান্ডগুলোর ই-বাইক পাওয়া যাবে দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে(daraz.com.bd)। এসব ই-বাইকের যে মডেলগুলো পাওয়া যাচ্ছে ইতিমধ্যে: এক্সপ্লয়ট- ০৭ (অরেঞ্জ), এক্সপ্লয়ট স্পেরোব্ল্যাক, এক্সপ্লয়ট- ৫০৪ (ব্লু অ্যান্ড হোয়াইট, এক্সপ্লয়ট-০৭ (হোয়াইট), এমআই ইলেকট্রনিক স্কুটার- (হোয়াইট), এক্সপ্লয়ট- ৫০৪ (রেড অ্যান্ড হোয়াইট), এমআই ইলেকট্রিক স্কুটার (ব্ল্যাক)- গ্লোবাল ভারশন, স্মার্ট ই-বাইক ডিটু ব্ল্যাক, স্মার্ট বাইক ডিওয়ান- (রেড অ্যান্ড ব্ল্যাক), এক্সপ্লয়ট স্পেরোরেড।
এসমস্ত ই-বাইক-এর নানান বৈশিষ্ট্যের মধ্যে আছে স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ, পরিবেশ বান্ধবতা, সাশ্রয়ী মূল্য এবং স্বাচ্ছন্দ্য। দারাজ বাংলাদেশের প্রোমোশনাল অফারে ই-বাইক পাওয়া যাবে সর্বোচ্চ ৯% মূল্যছাড়ে। তবে দারাজ অ্যাপ দ্বারা ক্রয় করলে নির্বাচিত কিছু ই-বাইকের উপর আছে আরও কিছু অতিরিক্ত ছাড়। মাত্র ৪৬,৫০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে এই ই-বাইকগুলো শুধুমাত্র দারাজ ওয়েবসাইটে(daraz.com.bd) ইন্টারেস্ট বিহীন (০%) ইএমআই সুবিধায়।
এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশ-এর স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্যাটাগোরির হেড জনাব এহসানুর রহমান বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ই-বাইক পরিবেশ দূষণ কমাতে দারুন সাহায্য করবে। আর সাধারণ বাইকের তুলনায় ই-বাইক আরও সাশ্রয়ী যেহেতু এটি ব্যাটারি চালিত। তাছাড়া দারাজের দ্রুত হোম ডেলিভারির বদৌলতে ইলেক্ট্রিক বাইক পাওয়া যাবে ঘরে বসেই।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।