বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের জয়

editor
ডিসেম্বর ১৫, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৩-১ গোলের জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাহবুব হোসেন রক্সির দল। লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারানো শেখ জামাল ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। ১২ দলের মধ্যে মুক্তিযোদ্ধার অবস্থান ১১তম, তাদের পয়েন্টও ১১।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০ মিনিটের সময় এগিয়ে যায় শেখ জামাল। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া জাভেদ খানের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি নুরুল আবসারের। খান মোহাম্মদ তারার কর্নার থেকে ডি-বক্সের ভেতরে থাকা নুরুলের হেড মাটিতে পড়ে আশ্রয় নেয় পোস্টে ২-০।
দ্বিতীয়ার্ধের শুরুতে জয় নিশ্চিত হয়ে যায় শেখ জামালের। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের বাড়ানো বল ধরে, এক ডিফেন্ডারকে ডজ দিয়ে লক্ষ্যভেদ করেন রাফায়েল। ১৩ গোল নিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় স্থানে থাকা সলোমন কিংয়ের গোল ১০টি।
মুক্তিযোদ্ধার সান্ত্বনাসূচক গোলটির জন্ম ৬১ মিনিটে। ডান প্রান্ত থেকে মনির আলমের শট শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম বিপদমুক্ত করতে ব্যর্থ হলে তৌহিদুলের প্লেসিং শট জড়িয়ে যায় জালে ৩-১।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial